ফরিদ রফিক জাকারিয়া ভারতীয় বংশোদ্ভুত মার্কিন লেখক ও সাংবাদিক। তার লেখালেখির মূল বিষয়বস্তু আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতি। সিএনএনের ফরিদ জাকারিয়া জিপিএস অনুষ্ঠানের উপস্থাপক এবং দ্য ওয়াশিংটন পোস্ট-এর কলাম লেখক।
ট্রাম্প প্রশাসনের লক্ষ্য যেন আমেরিকাকে পুতিনের রাশিয়ার মতো বানানো–একটি আক্রমণাত্মক রাষ্ট্র, যা খোলাখুলিভাবে নিজের স্বার্থই অনুসরণ করে। মিলার ঠিকই বলেছেন, ইতিহাসের বড় অংশজুড়ে শক্তিশালীরা এমনভাবেই আচরণ করেছে। কিন্তু ব্যতিক্রম ছিল আমেরিকা।